কোন পর্যায়ে কোভিড রোগীকেই বাসায় না রেখে হসপিটালে জরুরি ভিত্তিতে ভর্তি করতে হবে?
- পোস্ট করা হয়েছে জুন ১০ই, ২০২০

কোন পর্যায়ে কোভিড রোগীকেই বাসায় না রেখে হসপিটালে জরুরি ভিত্তিতে ভর্তি করতে হবে?
- জ্বর খুব বেশি হলে এবং কাশির অবনতি হলে
- অধিকহারে শ্বাসকষ্ট শুরু হলে
- জিহবা, মুখ , ঠোঁট, ইত্যাদি নীলচে রঙ ধারণ করলে
- পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশান খুব কমে গেলে অথবা ৯৩% এর নিচে নেমে গেলে
- মাত্রাঅতিরিক্ত দুর্বলতা দেখা দিলে
- অসময়ে অতিরিক্ত ঝিমুতে থাকা/ কোনোভাবে জাগিয়ে রাখা যাচ্ছে না/কিছু মনে রাখতে পারছে না/ সময়-স্থান-মানুষ চিনতে পারছে না/অজ্ঞান হয়ে গেলে
- বুকে চলমান ব্যথা/চাপ অনুভূত হতে থাকলে।
মনে রাখবেন কোভিড রোগী হলেও তাকে চিকিৎসায় অবহেলা করবেন না কোভিড-১৯ স্বাস্থ্যবিধি রোগীর সহযোগী হবেন এবং আতঙ্কিত না হয়ে দ্রুত যানবাহন/এম্বুল্যান্স কল করুন।